ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
পূজারা কোনওকালেই মারমুখী নন। বরং লম্বা ইনিংস খেলার একাগ্রতা তাঁর মূলমন্ত্র। ক্যাঙারুর দেশে ২০১৮-১৯ মরশুমে বেশ নজর টানেন তিনি। সেবার ১২৫৮ বল খেলে ৫২১ রান সংগ্রহ করেন পূজারা। তিন বছর পর অস্ট্রেলিয়ায় তাঁর পকেটে জমা হয় ২৭১ রান। অপরিসীম ধৈর্যের পরীক্ষা দিয়ে ৯২৮টি ডেলিভারি খেলেন তিনি। অনেকেই মনে করেন, মিডল অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়লে গার্ড ওয়ালের কাজ করতে পারতেন পূজারা। পরিস্থিতি যা তাতে আসন্ন সিরিজে তাঁর উদাহরণ বারবার উঠে আসতে পারে। হ্যাজেলউড অবশ্য ঋষভ পন্থকে নিয়ে বেশ সতর্ক। তাঁর কথায়, ‘পন্থ দুর্দান্ত ক্রিকেটার। যে কোনও পরিস্থিতিতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে।’ শুধু হ্যাজেলউড নন, পারথ টেস্টের আগে মার্নস লাবুশানের গলাতেও পূজারার কথা উঠে এসেছে। গাভসকর-বর্ডার সিরিজে ম্যারাথন ইনিংস খেলতে তৈরি লাবুশানে। তাঁর মন্তব্য, ‘বড় রানের পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ। তাই উইকেটে টিকে থাকা দরকার।’ খারাপ সময়ে মাটি কামড়ে থাকার পরিচিত রাস্তায় কী ফিরতে পারবেন বিরাটরা?