পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ভারতীয় ক্রিকেটারদের দু’ভাগে অস্ট্রেলিয়া যাওয়ার কথা। রবিবার রাতেই মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, আকাশ দীপরা পারথগামী বিমান ধরেন। বিরাট কোহলি সহ বাকিরা ডনের দেশে পাড়ি দেবেন সোমবার। তার আগে সকালে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করবেন কোচ গৌতম গম্ভীর। প্রবল চাপে আছেন তিনি। কয়েকদিন আগে ঘরোয়া বৈঠকে জয় শাহ, রজার বিন্নিরা অসন্তোষ প্রকাশ করেছিলেন গম্ভীরের সামনে। অস্ট্রেলিয়া সফরে পারফরম্যান্স খারাপ হলে তাঁর চাকরি নিয়ে টানাটানি হতে পারে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে লজ্জার চুনকামের পর মুখ খোলেননি গম্ভীর। স্বভাবতই তাঁকে পড়তে হবে কঠিন প্রশ্নের মুখে। তা কীভাবে তিনি সামলান, সেটাই দেখার।
এদিকে, রবিবারই প্রথম টেস্টের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের দলে রয়েছেন দু’জন ‘আনক্যাপড’ প্লেয়ার। উইকেটকিপার ব্যাটসম্যান জস ইংলিশের সঙ্গে সুযোগ পেয়েছেন ওপেনার নাথান ম্যাকসইনি। আসলে ডেভিড ওয়ার্নারের অবসরের পর তাঁর জায়গায় উসমান খাওয়াজার সঙ্গে ওপেন করছিলেন স্টিভ স্মিথ। কিন্তু ক্যামেরন গ্রিনের চোট। তাই স্মিথ ফের পছন্দের জায়গা চার নম্বরে নামবেন। সেক্ষেত্রে ওপেনার হিসেবে টেস্ট অভিষেক হতে পারে ম্যাকসইনির। পারথের পিচে পেসাররা সুবিধা পাবেন। সেকথা মাথায় রেখে প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল স্টার্কের সঙ্গে স্কট বোল্যান্ডকেও স্কোয়াডে রাখা হয়েছে। দলে একমাত্র স্পিনার নাথান লিয়ঁ।
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। দলের সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন না বলেও শোনা যাচ্ছে। রোহিতের পরিবর্ত হিসেবে পারথ টেস্টে ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল লোকেশ রাহুলকে। কিন্তু ভারতীয় ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচে তিনি ব্যর্থ হন। বিশেষজ্ঞ ওপেনার হিসেবে স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণও রান পাননি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমস্যা তাই কিছুতেই যেন কমছে না।