প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মরশুমের শুরুতে দলের ডিফেন্স নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল স্প্যানিশ কোচকে। বিশেষত দুই বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড আর আলবার্তো রডরিগেজের পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে চাপের মুখেও ছেলেদের উপর ভরসা রেখেছিলেন সবুজ-মেরুন কোচ। গত তিন ম্যাচে সেই আস্থারই প্রতিদান দিয়েছেন আলড্রেডরা। এই প্রসঙ্গে মোলিনা জানান, ‘টানা তিনটি জয় এসেছে, তাও আবার দুর্গ অক্ষত রেখে। এটা অবশ্যই ভালো ব্যাপার। ছেলেদের খেলায় আমি খুশি। হায়দরাবাদ ম্যাচ সহজ ছিল না। শুরু থেকে ওদের আক্রমণে তীব্রতা ছিল, যা কিছুটা হলেও আমাদের সমস্যায় ফেলেছিল। তবে আমাদের ডিফেন্ডাররা দারুণভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে। তারই সুফল, ক্লিনশিট রেখে মাঠ ছাড়া।’
বুধবার দুই ভারতীয় ফুটবলারের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে মোহন বাগান। প্রথমার্ধে দারুণ এক আক্রমণ থেকে জাল কাঁপান মনবীর সিং। এরপর দ্বিতীয়ার্ধে হেডে ব্যবধান বাড়ান শুভাশিস বসু। মোলিনার বিশ্লেষণ, ‘মনবীর একটা ভালো সুযোগ কাজে লাগিয়ে গোল করে। এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।’
আইএসএলে মোহন বাগানের পরবর্তী প্রতিপক্ষ ওড়িশা এফসি। আগামী ১০ নভেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে তারা। তার আগে দীপাবলি উপলক্ষে ফুটবলারদের তিনদিনের ছুটি দিয়েছেন কোচ মোলিনা। হায়দরাবাদ থেকেই বাড়ি গিয়েছেন লিস্টন, মনবীর, বিশালরা। তবে বিদেশি সহ বাঙালি ফুটবলাররা বৃহস্পতিবার বিকেলে শহরে ফেরেন। রবিবার পুনরায় দল নিয়ে অনুশীলনে নামবেন বাগান কোচ।