প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এই ম্যাচে রোহিতের সঙ্গে যশস্বীই ওপেন করবেন। তিন নম্বরে নামবেন শুভমান গিল। চারে বিরাট কোহলি। নির্দ্ধিধায় বলা যায়, ওয়াংখেড়ের লড়াইয়ে ফোকাস থাকবে দুই মহাতারকার উপর। রোহিত, কোহলি একেবারেই ছন্দে নেই। তাঁদের টেস্ট কেরিয়ারও প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে একটা বড় ইনিংস ফের পালে হাওয়া টানতে পারে। রোহিত ও কোহলি মাঠের বাইরে প্রচুর ঘামও ঝরিয়েছেন। এখন মাঠে নেমে কতটা সফল হন, সেটাই দেখার। এই ম্যাচেও লোকেশ রাহুলের ঠিকানা হতে চলেছে ড্রেসিং রুম। সময়টা সত্যিই ভালো যাচ্ছে না লোকেশের। তাঁর জায়গায় টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে চাইছে সরফরাজ খানের উপরেই। পাশাপাশি মিডল অর্ডারে আর এক বড় নাম ঋষভ পন্থ। অবশ্য গত ম্যাচে তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন।
ওয়াংখেড়ের লাল পিচে শুরুতে পেসাররা সুবিধা পেলেও পরের দিকে বল ঘুরবে। সেই অঙ্কে অতিরিক্ত স্পিনার খেলাতে পারে টিম ইন্ডিয়া। ফর্মে থাকা ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও আছেন। তবে বুমরাহর ওয়ার্কলোড কমানোর কথা ভাবা হচ্ছে। সেই কারণে হর্ষিত রানার অভিষেকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া সফরের আগে কেকেআরের পেসারটি দেখে নিতে চাইছেন গম্ভীর। দ্বিতীয় পেসার হতে পারেন আকাশ দীপ।
এই সিরিজে নিউজিল্যান্ডের প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ। পূর্বপুরুষরা যা পারেননি, তাই করে দেখিয়েছেন টম লাথামরা। তবে শুধু সিরিজ জয়েই সন্তুষ্ট না থেকে, ভারতকে হোয়াইটওয়াশ করতে মরিয়া কিউয়িরা। এক্ষেত্রে ভরসা টিম গেম। দুরন্ত ফর্মে আছেন ব্যাটসম্যান রাচীন রবীন্দ্র, টম লাথাম, ডেভন কনওয়ে। পেস অ্যাটাকে টিম সাউদির দুই সঙ্গী ম্যাট হেনরি কিংবা ও’রৌরকিও দুরন্ত ফর্মে। আর স্পিনার হিসেবে ভারতের ব্যাটিংয়ে ধস নামাতে স্যান্টনার একাই যথেষ্ট। এই ম্যাচেও তাঁর সঙ্গে কোহলির দ্বৈরথ ঘিরে আকর্ষণ থাকবে। পুনেতে কিউয়ি স্পিনার শেষ হাসি হেসেছিলেন। ওয়াংখেড়ের পিচে কে বাজিমাত করেন, সেটাই দেখার।
ম্যাচ শুরু সকাল ৯-৩০ মিনিটে। স্পোর্টস ১৮ চ্যানেলে সম্প্রচার।