প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
(মনবীর, শুভাশিস)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহন বাগানের। বুধবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসি’কে ২-০ ব্যবধানে হারাল হোসে মোলিনা ব্রিগেড। স্কোরশিটে নাম তুললেন যথাক্রমে মনবীর সিং ও শুভাশিস বসু। অ্যাওয়ে ম্যাচে মূল্যবান তিন পয়েন্ট এলেও মন ভরাতে ব্যর্থ গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেনরা। পরিবর্ত নেমে তেকাঠির হদিশ পেলেন না জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা। সীমিত শক্তি নিয়েও প্রেসিং ফুটবল খেলেছে হায়দরাবাদ। শুধু সুযোগের সদ্ব্যবহারে প্রতিপক্ষকে টেক্কা দিল মোহন বাগান। এই জয়ের সুবাদে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট নিয়ে একাদশতম স্থানেই থাকল নিজামের শহরের দলটি।
দু’টি ম্যাচ পর এদিন উইনিং কম্বিনেশন ভাঙলেন মোহন বাগান কোচ মোলিনা। লিস্টনের বদলে সাহাল ও আপুইয়ার পরিবর্তে টাংরিকে প্রথম একাদশে সুযোগ দেন তিনি। তবে ফর্মেশন ছিল ৪-৪-১-১। প্রান্তিক আক্রমণে গতির ঝড় তুলে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ। কলকাতা ছাড়ার আগে কোচ মোলিনা বলেছিলেন, ‘কঠিন লড়াই হবে।’ প্রথম ২০ মিনিটে আব্দুল রাভা ও রামহ্লুনচুঙ্গারা ব্যস্ত রাখলেন মোহন বাগান রক্ষণকে। এই পর্বে দক্ষ ব্লকারের অভাবও বারবার ফুটে উঠল। তবে হায়দরাবাদের কারিকুরি সীমাবদ্ধ ছিল মোহন বাগানের ডিফেন্সিভ থার্ডে। গোলের সুযোগ প্রথম আসে সবুজ-মেরুনের সামনে। বক্সের মধ্যে ম্যাকলারেন ও সাহাল তা হাতছাড়া করেন। কিন্তু ৩৭ মিনিটে লক্ষ্যভেদে ভুল হয়নি মনবীর সিংয়ের (১-০)। মাঝমাঠ থেকে বাড়ানো অনিরুদ্ধ থাপার ডিফেন্স চেরা থ্রু খুঁজে নেয় তাঁকে। বল ধরে ইনসাইড কাটে আলেক্স সাজিকে মাটি ধরিয়ে জাল কাঁপান পাঞ্জাবি উইঙ্গার (১-০)। সমতায় ফেরার সুযোগ ছিল হায়দরাবাদের সামনেও। গতিতে আশিস রাইকে ঘোল খাইয়ে আব্দুল রাভার মাইনাস দক্ষতার সঙ্গে বিপদমুক্ত করেন বিশাল। তবে সংযোজিত সময়ে সিকিমের উইং ব্যাক ওভারল্যাপে খেই হারিয়ে না ফেললে ব্যবধান বাড়াতে পারত মোহন বাগান।
বিরতির পর হায়দরাবাদের প্রেসিং ফুটবল অব্যাহত ছিল। তবে খেলার গতির বিরুদ্ধে ব্যবধান বাড়ান শুভাশিস। ৫৫ মিনিটে সাজিদের রক্ষণে সেটপিস পায় মোহন বাগান। স্টুয়ার্টের নেওয়া ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়ান বঙ্গ ডিফেন্ডার (২-০)। আক্রমণের চাপ বাড়াতে ৬৫ মিনিটে জোড়া বদল করেন মোলিনা। সাহাল ও ম্যাকলারেনের বদলে মাঠে নামেন লিস্টন এবং দিমিত্রি। এরপর স্টুয়ার্টের জায়গায় কামিংসকেও ব্যবহার করলেন স্প্যানিশ কোচ। এই পর্বে অল আউট আক্রমণে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন মনবীররা। বার দুয়েক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেন আব্দুল রাভা, লেনি রডরিগেজরা। ফলে স্কোরলাইন বদলায়নি।
মোহন বাগান: বিশাল, আশিস, আলড্রেড, আলবার্তো, শুভাশিস, মনবীর, অনিরুদ্ধ (অভিষেক), দীপক, সাহাল (লিস্টন), স্টুয়ার্ট (কামিংস) এবং ম্যাকলারেন (দিমিত্রি)।