বেঙ্গালুরু: ‘দ্য কিউরিয়াস কেস অব মহম্মদ সামি!’ ভারতের তারকা পেসারের কামব্যাক নিয়ে রহস্য ক্রমশ গভীর হচ্ছে। কখনও শোনা যায়, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনি খেলতে পারবেন না। পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তা গুজব বলে উড়িয়ে দেন খোদ সামি। তবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে সামির খেলার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন তিনি। রোহিতের মন্তব্য, ‘অস্ট্রেলিয়া সফরে সামিকে পাওয়া যাবে কিনা বলা মুশকিল। ওর রিহ্যাব ভালোভাবেই চলছিল। তবে আবার হাঁটুতে সমস্যা দেখা দিয়েছে। ফলে সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে। সামি এখন এনসিএ’তে ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছে।’ ভারত অধিনায়কের আরও সংযোজন, ‘আনফিট সামিকে আমরা চাইছি না। একশো শতাংশ ফিট না হলে ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই। ওকে পর্যাপ্ত সময় দিতে চাইছি। আন্তর্জাতিক ক্রিকেটের আগে কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলা প্রয়োজন। চোটের জন্য ও দীর্ঘদিন মাঠের বাইরে। হঠাত্ করে ফিরেই কোন পেসারের পক্ষে সেরা পারফরম্যান্স মেলে ধরা সহজ নয়।’
অস্ট্রেলিয়া সফরে সামিকে যদি না পাওয়া যায়, সেটা বড় ধাক্কা টিম ইন্ডিয়ার কাছে। পেস বিভাগের অন্যতম স্তম্ভ তিনি। গতি ও সুইংয়ের মিশ্রণে যে কোনও পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে সক্ষম এই ভারতীয় পেসার। পরিসংখ্যান বলছে, ৬৪ টি টেস্টে সামির ঝুলিতে রয়েছে ২২৯টি উইকেট। সবচেয়ে বড় কথা, বাংলার এই পেসার খুবই ধারাবাহিক। এমনকী সেট ব্যাটারকেও সমস্যায় ফেলতে তাঁর জুড়ি মেলা ভার। সবমিলিয়ে অস্ট্রেলিয়া সফরে সামি থাকলে ভারতের পেস বিভাগকে আরও শক্তিশালী দেখাত। তবে তিনি না খেললে, বুমরাহের সঙ্গে জুটি বাঁধবেন মহম্মদ সিরাজ, আকাশদীপ, মুকেশ কুমাররা।