চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
ইরানে বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই একাধিক দল সেখানে খেলতে যেতে রাজি হয়নি। সেই তালিকায় নাম রয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসেরের। তারপরেও মোহন বাগানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া উচিত হয়নি বলেই ফুটবলমহলের ধারণা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফাও সবসময় ফুটবলারদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়ে থাকে। একইসঙ্গে দল মাঠে না নামানোর জন্য মোহন বাগানের আদৌও কোনও শাস্তির মুখে পড়তে হবে কিনা, তা পরিষ্কার নয়। গোটা বিষয়টাই আপাতত এএফসি শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। এই প্রসঙ্গে মোহন বাগান সচিব দেবাশিস দত্ত জানান, ‘পুরো বিষয়টাই আমাদের লিগাল সেলকে পাঠিয়েছি। তারা পর্যালোচনা করছে। আমাদের প্রথম ও প্রধান কাজ, ফুটবলারদের নিরাপত্তা সুনিশ্চিত করা। যে দেশে যুদ্ধের দামামা বেজেছে, সেখানে দল পাঠানোর প্রশ্নই নেই। এর পিছনে অনেক রাজনৈতিক কারণ রয়েছে, যা বলতে চাই না। লিগাল সেলের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’