প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
আইপিএলের প্লে-অফ শুরু ২১ মে। শুধু তাই নয়, মেগা ফাইনাল ২৬ মে। ইতিমধ্যেই প্লে-অফের টিকিট নিশ্চিত কেকেআর ও রাজস্থান রয়্যালসের। এমন গুরুত্বপূর্ণ সময়ে বাটলার, সল্টরা দেশে ফিরলে বিপদে পড়বে তাঁদের ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে সল্টকে ছাড়া কেকেআর ব্যাটিং কল্পনাও করা যায় না। অন্যদিকে রয়্যালসের স্তম্ভ বাটলার। ইডেনে কার্যত একাই ছিন্নভিন্ন করেছিলেন নাইটদের। তিনি না থাকলে বড় ক্ষতি হবে রয়্যালসের। এদিকে, ইসিবিও অবস্থান বদলাতে নারাজ। ঘরের মাঠে পাক সিরিজ তাদের কাছে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই। কিন্তু তাতে লাভ হবে কিনা সময়ই বলবে।
গাভাসকর সেজন্যই বলেছেন, ‘আমি কিন্তু সবসময় দেশকে প্রাধান্য দেওয়ার পক্ষে। কিন্তু এক্ষেত্রে আমি চাইব যে ক্রিকেটাররা আইপিএল শেষ হওয়ার আগে ফিরে যাবেন, সেই দেশের ক্রিকেট বোর্ডের প্রাপ্য ১০ শতাংশ কমিশনের টাকাও কাটা হোক। কোনও বোর্ড যদি প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে না পারে তবে তাদেরও শাস্তি প্রাপ্য। আর এই ১০ শতাংশ কমিশন কিন্তু বোর্ডগুলো শুধু আইপিএলেই পায়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের টি১০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা অন্য কোনও টি-২০ লিগে দেওয়া হয় না।’