হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় কয়েকজন দেউচা ব্রিজ সংলগ্ন দ্বারকা নদীর জলে দু’টি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা থানায় খবর দেন। সেখানে পৌঁছে পুলিস বস্তা দু’টি জল থেকে তুলে আনে। এরপরই একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তবে তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিস ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। অন্য বস্তাটির ভিতর থেকে একটি ছাগলের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বস্তাটি ঝাড়খণ্ডের দিক থেকে ভেসে আসে। বস্তাটি ঝাড়খণ্ডের কোনও একটি সার কোম্পানির। তাই অনেকেই মনে করছেন, ওই রাজ্য থেকেই হয়ত মৃতদেহটি ভেসে এসেছে। যদিও এনিয়ে নিশ্চিত কিছু এখনও জানা যায়নি।