হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম মৌসুমী মিস্ত্রি। আজ, শনিবার সকালে সাইকেলে চেপে সে কুকড়াহাটি হাইস্কুলে যাচ্ছিল। সেই সময়ই সুতাহাটায় হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কে লরির সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। লরির ধাক্কায় শরীর থেকে আলাদা হয়ে যায় কিশোরীর হাত!
পুলিসি তৎপরতায় গ্রিন করিডর করে ৪৫ মিনিটে ছাত্রীকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কাটা ডান হাতও ব্যাগে করে হাসপাতালে আনা হয়। তড়িঘড়ি তিনজন অর্থোপেডিক সার্জেন সহ সাত জনের চিকিৎসক টিম ওই কিশোরীর অপারেশন শুরু করেন। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, কাটা হাত জোড়া দেওয়া সম্ভব নয়। হাসপাতালে রয়েছেন হলদিয়ার এসডিপিও, তমলুক থানার আইসি, সুতাহাটার ওসিও। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।