মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
করিমপুরের জেলা পরিষদ সদস্য তরুণ সাহা জানান, করিমপুর কিষাণ মাণ্ডির মাঠে এবারের মেলায় ৪৮টি খাবারের স্টল থাকবে। অন্য বছরের মতো এবারেও মেলায় কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া, রানাঘাটের পানতুয়া কিংবা নবদ্বীপের ঝুড়ির দই ছাড়াও নদীয়া জেলার বিখ্যাত খাবার এখানে পাওয়া যাবে। পাশাপাশি যেমন পাওয়া যাবে বিভিন্ন ফাস্ট ফুড। এছাড়াও থাকছে জয়নগরের মোয়া, বহরমপুরের ছানাবড়া কিংবা বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা। এই মেলার দিকে তাকিয়ে থাকেন তেহট্ট, করিমপুর সহ বিভিন্ন এলাকার মানুষ।
সাংসদ মহুয়া মৈত্র জানান, জেলার বিভিন্ন জায়গা থেকে হরেকরকম খাবারের স্টল থাকবে। খুব ন্যায্যমূল্যে সেই খাবার কিনে খাওয়ার সুযোগ পাবেন সকলে। খাবারের পাশাপাশি মেলার চারদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার ও বাইরের নামকরা শিল্পীরা এই অনুষ্ঠানে গান গাইবেন।
এব্যাপারে করিমপুর-১ ব্লক তৃণমূল যুব সভাপতি সৌমিক সরকার বলেন, বাঙালি খেতে ভালবাসে। মেলায় বিভিন্ন জায়গার বিখ্যাত খাবারগুলি খাওয়ার সুযোগ পেয়ে সকলেই খুব খুশি হন।