পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে নদীয়া জেলার নাজিরপুরের বাসিন্দা জেসমিনা খাতুনের মহেশপুরে আত্মীয়ের সঙ্গে বিয়ে হয়। দম্পতির চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মৃতের বাবা নামাজ আলি শার অভিযোগ, বছর খানেক আগে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে জামাইকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। ফের আর এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন জেসমিনা। এই নিয়ে গত ২১ ডিসেম্বর প্রতিবাদ করতে গেলে জেসমিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তাঁর স্বামী। রাত ৯টা নাগাদ আত্মীয় প্রতিবেশীরা জেসমিনাকে তাঁর বাড়িতে ফিরিয়ে আনেন। রাত সাড়ে ৯টা নাগাদ কেরোসিন তেল ঢেলে নিজেই গায়ে আগুন লাগান। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নামাজ আলি শা বলেন, মেয়েকে বহুবার মারধর করে বের করে দিয়েছে। আত্মীয়ের মধ্যে বিয়ে বলে সমঝোতা করে নিয়েছি। এবার মেয়েকেই হারালাম।