পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
গোয়েন্দাদের বক্তব্য, অতীতে বিভিন্ন সময় মালদহে বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি’র (জামাত উল মুজাহিদিন বাংলাদেশ) স্লিপার সেলের হদিশ পাওয়া গিয়েছে। খাগড়াগড় কাণ্ডের সময় তার অস্তিত্ব সামনে এসেছিল। মাঝে কয়েক বছর স্লিপার সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, কারণ সেলের সদস্যরা নাম ভাঁড়িয়ে ভিনরাজ্যে চলে যায়। এবার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আরেকটি জঙ্গি সংগঠন এবিটি (আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় হয়ে উঠেছে। তাদের দৌলতেই পুরানো স্লিপার সেলগুলি ফের সক্রিয় হয়ে উঠছে বলে গোয়েন্দারা মনে করছেন। গোয়েন্দাদের ব্যাখ্যা,কালিয়াচক-৩ নম্বর ব্লকের চরিঅনন্তপুর সহ আকন্দবাড়িয়া, গোলাপগঞ্জ, কুম্ভিরা, বাখরাবাধ গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে কয়েকবার ভারতীয় জালনোট পাওয়া গিয়েছে। বাংলাদেশ থেকে এই জালনোটের কারবার নিয়ন্ত্রণ করছে এবিটি। জালনোটের কমিশন থেকে স্লিপার সেলের রসদ জোগানো। অর্থাৎ স্লিপার সেলের প্রশিক্ষণ, বোমা তৈরি ও অস্ত্র কিনতে টাকার কোনও সমস্যা হবে না। মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, পুলিস সতর্ক আছে। সীমান্ত লাগোয়া থানাগুলিতে নাকা চেকিং চলছে।