পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
বিমানবাবু জাতীয় স্তরে এই প্রথমবার সাফল্য পেলেন। তবে, শর্মিষ্ঠাদেবী এর আগেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুকোমল চন্দ ও নির্মাল্য চৌধুরি বলেন, জেলায় যোগার প্রসারে আমরা কাজ করে চলেছি। জাতীয় স্তরের সাফল্যে যোগার প্রতি জেলার মানুষের আগ্ৰহ আরও বাড়বে। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, জাতীয় স্তরে এই দুজনের কৃতিত্বে আমরা গর্বিত। ঝাড়গ্রামের ছেলেমেয়েরা সব কিছু করতে পারে। ঝাড়গ্রামের নাম এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ুক।