পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। জল জীবন মিশনের অধীনে বাড়ি বাড়ি পানীয় জল পেলে সকলের সুবিধা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, সব মিলিয়ে প্রায় তিন হাজার মানুষ গ্রামে বাস করেন। বেশিরভাগই দিনমজুরি করে দিন গুজরান করেন। গ্রীষ্মকালে এলাকার অনেক টিউবওয়েলে জল ওঠে না। তখন খুবই সমস্যা হয়। গ্রামে প্রকল্পের কাজ এভাবে বন্ধ করে রাখা উচিৎ হচ্ছে না। গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় প্রকল্পের কর্মীরা বোরিং মেশিন সহ পাইপ নিয়ে চলে যেতে চাইছেন। আমরাই আটকে রেখেছি। একবার চলে গেলে এই প্রকল্প গ্রামে আর বাস্তবায়িত হবে না।
বিজেপি নেতা কৌশিক কোনার বলেন, কেন্দ্রীয় সরকার দেশজুড়ে গ্রামীণ এলাকায় প্রতিটি ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে এই প্রকল্প শুরু করেছে। কিন্তু শাসক দলের নেতাদের জন্য কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। কোন নেতার জায়গায় এই কাজ হবে তাই নিয়েই দ্বন্দ্ব। আমরা বিডিওকে জানিয়েছি। তবে এই অভিযোগ অস্বীকার করে গলসি-১ ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, মারো গ্রামে দলে কোনও দ্বন্দ্ব নেই। সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট পদ্ধতিতে জমি চিহ্নিত করেছে। প্রকল্পের কাজ শুরু হবে। গলসি-১ বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, ওখানে জমি জটিলতা ছিল। তা মিটে গিয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে।-ফাইল চিত্র