যে কোনও উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলতে চেষ্টা করুন। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মে উন্নতির ... বিশদ
দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় আধঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিস বাকি প্লাস্টিকগুলি ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্লাস্টিক ত্রিপলগুলি অবৈধভাবে খেলার ময়দানে মজুত করা হত। কারবারিরা সেই সমস্ত প্লাস্টিক বাছাই করে নিয়ে যেত। ফের আবার মজুত করা হত। এলাকাবাসী ও ময়দানে খেলাধূলা করা যুবকরা প্লাস্টিক মজুত করতে বাধাও দেয় বহুবার। কিন্তু ওই কারবারিরা কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় হঠাৎই ওই প্লাস্টিকের ত্রিপলে আগুন লাগতেই এলাকাবাসীরা ক্ষুদ্ধ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত পরামানিক বলেন, “এই ময়দানের পাশেই রয়েছে জনবসতিপূর্ণ এলাকা। ময়দানে শিশু থেকে যুবকরা খেলাধুলো করে। আর কিছু কারবারি অবৈধভাবে সেখানে বর্জ্য প্লাস্টিক মজুত করে দেদার ব্যবসা করে চলেছে। আমাদের বাধা অগ্রাহ্য করেই চলছে কারবার। আজ বড়সড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী রেহাই পেল।” পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।