নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শহরের প্রাণকেন্দ্র বার্নপুর বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে ব্যবসায়ীরা দোকান খোলার সময় দেখেন দু’টি দোকানের ছাদের অ্যাসবেসটস কেটে টাকা ও সামগ্রী চুরি করা হয়েছে। তার মধ্যে একটি দোকানে সিসি ক্যামেরাও লাগানো ছিল। ব্যবসায়ির দাবি, সেখানে দেখা যাচ্ছে মুখে কাপড় বাঁধা চোর অ্যাসবেসটস ভেঙে উপর থেকে নেমে প্রথমে সিসি ক্যামেরাগুলির মুখ ঘুরিয়ে দিচ্ছে। এদিনই প্রথম নয়, ব্যবসায়ীদের অভিযোগ, শেষ চারদিনে পাঁচটি দোকানে একই কায়দায় চুরি হয়েছে। হীরাপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একের পর এক দোকানে চুরির ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা একত্রিত হয়ে হীরাপুর থানায় বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এসিপি ইপ্সিতা পাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ব্যবসায়ী জিতু আগরওয়াল বলেন, বৃহস্পতিবার রাতে সবকিছু ঠিক ছিল। দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে দোকান খুলতেই দেখি সবকিছু তছনছ করা হয়েছে। দোকানের অ্যাসবেসটসের ছাদ ফুটো করে চোর নেমেছিল। আমার গোলদারি ও পাশেই চালের দোকানে একই কায়দায় চুরি হয়েছে। এনিয়ে চারদিনে পাঁচটি দোকানে চুরির ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি।
(বার্নপুর বাজারে দোকানে চুরির ঘটনার প্রতিবাদে হিরাপুর থানায় বিক্ষোভ ব্যবসায়ীদে।-নিজস্ব চিত্র)