সংবাদদাতা বেলদা: জমিতে চাষ দেওয়ার সময় বাবার ট্রাক্টরের রোটারে ছিন্নভিন্ন হয়ে গেল ১৩ বছরের কিশোরের দেহ। মৃত কিশোরের নাম প্রদীপ সাউ। বাড়ি বেলদা থানার বিম্বলটিটিয়া এলাকায়। জানা গিয়েছে, ওই গ্রামের সুশান্ত সাউয়ের একটি ট্রাক্টর রয়েছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ তিনি ট্রাক্টর নিয়ে বাড়ির পাশেই একটি জমি চষতে গিয়েছিলেন। বাবার সঙ্গে সেখানে চাষের কাজ দেখতে গিয়েছিল প্রদীপও। বাবার নিষেধ সত্ত্বেও সেই ট্রাক্টরে চেপে জমি চষা দেখছিল প্রদীপ। হঠাৎ ট্রাক্টর থেকে রোটারের ওপর পড়ে যায় প্রদীপ। বাবার চোখের সামনেই ছিন্নভিন্ন হয়ে যায় ওই কিশোরের দেহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরকে ট্রাক্টরে উঠতে নিষেধ করেন তার বাবা। কিন্তু বাবার কথা না শুনে ওই কিশোর ট্রাক্টরের উপর উঠে বসে। আর তারপরেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিস মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।