চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার ব্যবস্থাপনায় কোয়েম্বাটোরের ‘দিশা এ লাইফ’ স্কুলে ১৭ থেকে ১৯ ডিসেম্বর তিন দিনের ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস হয়ে গেল। গেমসে অনূর্ধ্ব ১৪ বিভাগের যোগাসনে পশ্চিম মেদিনীপুরে কেশবচক দেশগৌরব হাইস্কুলের দীপাঞ্জন জানা, মুর্শিদাবাদ জেলার গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের জয়দীপ মণ্ডল, হাওড়া জেলার সাঁতরাগাছি কেদার নাথ ইন্সটিউশনের সোহম দাস, হুগলির উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের সুপ্রিয় সরকার এবং পূর্ব মেদিনীপুর জেলার রামনগর রাও স্কুলের অভ্রনীল সেন সুযোগ পেয়েছিল। এরা সবাই সপ্তম শ্রেণির ছাত্র। জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতার কোচ এবং ম্যানেজার ছিলেন যথাক্রমে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক সনৎ হালদার এবং কামারপুকুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক গৌতম আশ। তাঁরা দুজনেই জানান, দীপাঞ্জন গ্রুপ এবং ব্যক্তিগত ইভেন্টে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। দীপাঞ্জনদের পাঁচ সদস্যের ওই গ্রুপ জাতীয় স্তরে দ্বিতীয় স্থান দখল করেছে। এছাড়াও দীপাঞ্জন ব্যক্তিগত ভাবে আর্টিস্টিক যোগাসনে দ্বিতীয় স্থান পেয়েছে। গৌতমবাবু বলেন, ‘এছাড়াও যোগাসন প্রতিযোগিতায় সেরা ১০ জনকে নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল। সেখানেও দীপাঞ্জন দ্বিতীয় স্থান অর্জন করে রাজ্যকে রুপো এনে দিয়েছে।’ ওই গেমসে সার্বিকভাবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় হয়েছে। দীপাঞ্জনের কৃতিত্বেই রাজ্যের এই সুনাম বলে দাবি করছেন যোগাপ্রেমীরা। দীপাঞ্জনের প্রশিক্ষক বাপন মান্না ও বাসন্তী মান্না বলেন, ‘এটাই দীপাঞ্জনের প্রথম কৃতিত্ব নয়। এবছর জুন মাসেও দীপাঞ্জন জাতীয় স্তরে কৃতিত্ব দেখিয়েছে। কর্ণাটকের মহিশোরে এনসিইআরটি আয়োজিত জাতীয় যোগা অলিম্পিয়াডে দীপাঞ্জন মিডল স্টেজ গ্রুপে স্বর্ণপদক পায়। নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমসে যোগাসন প্রতিযোগিতায় দীপাঞ্জন স্বর্ণপদক পায়।’-নিজস্ব চিত্র