কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে এসবিএসটিসির একটি বাস বেশ কয়েকজন যাত্রী নিয়ে মালদহ থেকে যাত্রা শুরু করে। বাসটি ফরাক্কা হয়ে সূতির আহিরণ ব্রিজ পেরতেই আচমকাই ঝাঁকুনি দিয়ে রাস্তায় থেমে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। ঠিক কী হয়েছে, তাঁরা তখনও জানতেন না। অনেকেই তখন ইষ্টনাম জপ করছেন। শীতের সকাল হওয়ায় রাস্তায় লোকজনও কম ছিল। প্রচণ্ড আওয়াজে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসেন। তাঁরা দেখেন বাসটির পিছনের দিকের চাকার সেট খুলে বেশ কিছু দূরে চলে গিয়েছে। বাসটি জাতীয় সড়কের মাঝে থমকে দাঁড়িয়ে পড়েছে। বাসের মধ্যে আটক থাকা জনা কুড়ি যাত্রী আতঙ্কে কান্নাকাটি শুরু করেছেন। বাসের দরজা না খোলায় ভিতর থেকে তাঁরা কেউ বাইরে বেরিয়ে আসতে পারেননি। স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে যাত্রীদের বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন। যদিও বয়স্ক ও মহিলা যাত্রীরা বাসের মধ্যেই আটকে ছিলেন। পরে পুলিস এসে সকলকেই উদ্ধার করে।
দুর্ঘটনার কবলে পড়া বাসের যাত্রী রমেন দাস, আবুল কালাম ও রোকিয়া বিবি বলেন, বাসটি চলতে চলতেই প্রচণ্ড শব্দ করে থেমে গেল। আমরা বাসের মধ্যে আটকে পড়ি। দীর্ঘক্ষণ বাস থেকে বাইরে আসতে পারিনি। উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে। পুলিস জানিয়েছে, বাসটিকে রাস্তার পাশে সরিয়ে রাখা হয়। তার ফিটনেস কেমন ছিল খতিয়ে দেখা হচ্ছে। - নিজস্ব চিত্র