নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শুক্রবার ভোরে কালীগঞ্জের বড়চাঁদঘর পঞ্চায়েতের তেজনগর বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার মোবাইল চুরি করে চম্পট দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, সাহিল মণ্ডল সম্প্রতি লোন করে দোকান খুলেছিলেন। টাকা জোগাড় করে মোবাইল ফোনও দোকানে এনেছিলেন। শুক্রবার সকালে গিয়ে দেখেন দোকানের শাটার তোলা। দোকানের দেওয়াল আলমারি পুরো ফাঁকা। খবর পেয়ে মীরা ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।
দোকানের মালিক বলেন, লোন করে দোকান করেছিলাম। মোবাইল বিক্রি করে সংসার চালানোর কথা ভাবছিলাম। আট থেকে ১০ লক্ষ টাকার মোবাইল চুরি গিয়েছে। আমরা থানায় অভিযোগ জানাব। স্থানীয় বাসিন্দাদের দাবি, বড়চাঁদঘর পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকায় হেরোইন খোরদের দাপট রয়েছে।