পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, মঙ্গলবার ২৬ নভেম্বর আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবিধান দিবস পালন করেছি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে সংবিধানের গুরুত্ব তুলে ধরাটাই আমাদের লক্ষ্য। এদিন শুধু ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা নন, অভিভাবকরাও দিনটি উদযাপনে এগিয়ে আসেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ। তিনি বলেন, আজকে ২৬ নভেম্বর সংবিধান দিবসে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। এই বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে চলেছে। গোটা নদীয়া জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্ব মোল্লাপাড়ার এই প্রাথমিক বিদ্যালয়টি। -নিজস্ব চিত্র