নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জামালপুরে নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনায় পুলিস অভিযুক্ত যুবকের বাবাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধেও মৃতার পরিবার অভিযোগ করেছিল। অভিযুক্ত যুবক সপ্তম শ্রেণির ছাত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে। তার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। তা না হলে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে বলে অভিযুক্ত যুবক ভয় দেখায়। বিষয়টি ছাত্রীর পরিবার অভিযুক্তর বাবাকে জানান। সে ছেলেকে সতর্ক না করে উল্টে ছাত্রীর পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়। সব কিছু জানার পরেও ছেলের বিরুদ্ধে সে ব্যবস্থা নেয়নি। ছাত্রীর বাবা শেখ মসিয়ার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, অভিযোগ পাওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের খোঁজেও তল্লাশি চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়িও জামালপুরে। সে ছাত্রীটিকে আগে থেকেই চিনত। সম্প্রতি সে তার সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। কিন্তু, ছাত্রীটি তাতে রাজি ছিল না। সে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়। অভিযুক্ত যুবক বাইরে সোনার দোকানে কাজ করে। সেখান থেকে সে ফোন করে ছাত্রীটিকে বিরক্ত করত। দু’দিন আগে সে ফটোশপে ছাত্রীর আপত্তিকর ছবি তৈরি করে। সেটা তাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তারপরই ছাত্রী বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।