কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
উল্লেখ্য, শীতকাল হল পিকনিক করার আদর্শ সময়। শীত পড়তেই বিভিন্ন এলাকায় পিকনিকের ধুম পড়েছে। পিকনিকের এই মরশুমে থার্মোকলের থালা, বাটি, গ্লাস ব্যবহার হয় যথেচ্ছভাবে। পরিবেশ সুরক্ষা আইনে প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রী আগেই নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের একাংশ কোনওকিছুর তোয়াক্কা না করে থার্মোকলের থালা, বাটি, গ্লাস, মজুত ও বিক্রি করেন। হাতের কাছে সহজে পেয়ে মানুষও এসব ব্যবহার করেন। পিকনিকের পর ঝাউবন সহ যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে থার্মোকলের সামগ্রী, প্লাস্টিকের বোতল সহ অন্যান্য সামগ্রী। তাই জেলা পুলিসের নির্দেশে অভিযান শুরু হয়েছে। জেলার অতিরিক্ত পুলিস সুপার শুভেন্দ্র কুমার বলেন, রাজ্য পুলিস-প্রশাসনের নির্দেশে এই অভিযান। পুলিসের তরফে অভিযান জারি থাকবে।