সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিজেপি এবং আরএসএস নেতাদের নিয়ে আলোচনা সভা করায় বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আজ, শুক্রবার সকালে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে বিশ্বভারতী এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে ধ্রুপদী ভাষা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। সূত্রের খবর, সেই সভায় বিজেপি নেতাদের উপস্থিতি ঘিরে চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন রাজনৈতিক নেতারা থাকবেন? এই অভিযোগে আলোচনা সভা চলাকালীন বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র সংগঠন এসএফআই। এমনকী, ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীকে আরএসএস ও গেরুয়া শিবিরের আঁতুড় ঘর বানানো হচ্ছে। বিশ্বভারতীকে ঘিরে রাজনীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যদিও এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলেও একাধিকবার বিজেপি এবং আরএসএসের নেতাদের নিয়ে এনে আলোচনা সভা করায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু তাঁর বিদায়ের পর এই ধরনের বিক্ষোভ সাধারণত আর দেখা যায়নি। কিন্তু শুক্রবার ফের একবার উত্তাল হল বিশ্ববিদ্যালয়।