ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
প্রতিনিধি দলটি এলাকা ঘুরে দেখেন। নতুন ডাক বাংলা জামিয়া রোড হয়ে পাকুড় গামী এই রাস্তায় নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ঘনঘন রেলগেট পড়ায় সেখানে যানজটের সৃষ্টি হয়। বহু পণ্যবাহী ট্রাক, লরি থেকে টোটো, অটো আটকে পড়ে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। প্রতিদিন যানবাহনের লম্বা লাইন পড়ে। যানজটের ফলে অসুস্থ রোগীর অ্যাম্বুল্যান্স, ছাত্রছাত্রীরা যথা সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। এবার সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। ডাক বাংলা ফ্লাইওভারের কিছুটা দূরেই একটি আন্ডারপাসও গড়ে উঠবে। তাতে এলাকাবাসী বিশেষ ভাবে উপকৃত হবে। সাধারণ মানুষ সহ টোটো, অটো ও ছোটোখাটো যানবাহনগুলো আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে পারবে।
খলিলুর রহমান বলেন, ডাক বাংলায় ফ্লাইওভার ও অনতিদূরে আরও একটি আন্ডারপাস হবে। আজকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রেলের আধিকারিকরা এসেছিলেন। আমরা পুরো এলাকাটি পরিদর্শন করেছি। সবকিছু ঠিকঠাক চলছে। খুব শীঘ্র দু’টি কাজই শুরু হবে।