ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
এদিন সেখানে আদিবাসী ছেলেমেয়েদের বিভিন্ন ক্রীড়া, নাচ, গান, তির ছোড়া সহ নানা অনুষ্ঠান হয়। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ব্লকের ৫০টি সঙ্ঘকে ৫০০টি মুরগির বাচ্চা বিলি করা হয়।
মেলায় সরকারি প্রকল্পের ১১টি স্টল খোলা হয়। মঞ্চ থেকে সাংসদের কাছে কালনা-১ ব্লকে একটি আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কমিউনিটি হল গড়ার প্রস্তাব দেন মন্ত্রী। সাংসদ তাতে সম্মতি দেন। স্বপনবাবু বলেন, আদিবাসীদের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষা, সংস্কৃতি বিকাশে স্কলারশিপ দেওয়া থেকে শুরু করে ধামসা-মাদল বিলি করেছেন। আদিবাসী শিল্পীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। কোনও সরকারি অনুষ্ঠানে অংশ নিলে দৈনিক হাজার টাকা পান। জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও নানা প্রকল্পের সুবিধাও পাচ্ছেন।-নিজস্ব চিত্র