প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হেরোইন নিয়ে ওই যুবক আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস নাকাশিপাড়া টোল প্লাজার কাছে ঘাঁটি গাড়ে। টোল প্লাজার কাছে ওই যুবক আসতেই পুলিস তাকে আটক করে। নাকাশিপাড়ার সলি এলাকার দিকে সেই হেরোইন সরবরাহ করতে যাচ্ছিল। কিন্তু, তল্লাশি চালিয়েও পুলিস হেরোইনের হদিশ পাচ্ছিল না। তখন পুলিস যুবকের জুতোটা লক্ষ্য করে। কারণ, সেগুলি অস্বাভাবিকভাবে ফোলা ছিল। জুতোর শোলের অংশ সরাতেই প্যাকেট ভর্তি হেরোইন বাজেয়াপ্ত হয়। ডান পায়ের জুতোতে ১৮০ গ্রাম হেরোইন এবং বাঁ পায়ের জুতোতে ১৭৬ গ্রাম হেরোইন রাখা ছিল।