কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
রবিবার পুলিসের সঙ্গে কাটোয়ার রায়েরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় যান পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা। সেখানে গিয়ে তাঁরা দেখেন কয়েকটি মাছের আড়ত দেখতে পান। পূর্তদপ্তরের জায়গা দখল করে সেগুলি চলছিল। তার জেরে রাস্তায় মাছের আড়তের জল জমে নরককুণ্ড হয়ে গিয়েছিল। সেসব বেআইনি নির্মাণ আর্থমুভার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। মীর আমের আলি নামে এক ব্যবসায়ীও সরকারি জায়গায় প্রায় ১০বছর ধরে মুরগির দোকান চালাচ্ছিলেন। সেই দোকানও ভেঙে দেওয়া হয়। ওই রাস্তার ধারে থাকা অন্য বেআইনি নির্মাণও ভাঙা হবে বলে পূর্তদপ্তর জানিয়েছে।
কাটোয়া থেকে কড়ুই অবধি রাস্তার দৈর্ঘ্য ১৪ কিমি। এর মধ্যে পাঁচঘড়ার রায়েরপাড়ায় বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তার পিচ অনেক আগেই উঠে গিয়েছে। প্রায় মেঠো রাস্তায় পরিণত হয়েছে। সেখানে বড় বড় ইট বেরিয়ে রয়েছে। ঝুঁকি নিয়ে সেখান দিয়েই বাস চলাচল করছে। সেখান দিয়ে রোগী, আসন্নপ্রসবাদের নিয়ে যাওয়া বিপজ্জনক।
তাই আপাতত পাঁচঘড়া থেকে পঞ্চাননতলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে সাত কিমি রাস্তার খানাখন্দ বোজানো হবে। এতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হবে। পরে পুরো রাস্তা সংস্কার হবে। তার জন্য রাজ্য সরকারের কাছে প্রায় ১৬ কোটি টাকা চাওয়া হয়েছে। পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার জানান, আসলে রাস্তার ধারে পর্যাপ্ত নিকাশিনালা না থাকায় বর্ষায় জল ঠিকমতো বের হয় না। সেজন্যই রাস্তাটি বেহাল হয়ে পড়ে। এবার সমস্যা মেটানো হবে।-নিজস্ব চিত্র