কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, পুজোর মুখে দ্রুত গতির যানবাহনের কারণে অনেক দুর্ঘটনা ঘটে। কোনও পরিবারে যাতে পুজোর আনন্দ ম্লান না হয়ে যায়, তারজন্য আমরা রাস্তায় নেমেছি। গতি মাপার যন্ত্র দিয়ে রাস্তার যানবাহনের উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি ‘ব্রিদ অ্যানালাইজার’ দিয়ে মদ্যপ চালকদের শ্বাস পরীক্ষা করা হবে। কারণ অনেকেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে থাকে। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলাজুড়ে ট্রাকিফ পুলিস কাজ করছে। বেলিয়াতোড় ট্রাফিক থানার এক আধিকারিক বলেন, মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের জন্য আলাদাভাবে জরিমানা আদায় করা হয়। ওই দুই ধরনের যানবাহনের ক্ষেত্রে যথাক্রমে দু’হাজার ও এক হাজার টাকা জরিমানা আদায় করা হচ্ছে। এদিন মার্খা মোড়ে বেশ কয়েকটি গাড়ি আইনভঙ্গ করে। গাড়ি চালকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।পুজোর মরশুমে বেপরোয়াভাবে বাইক চালানোর ঘটনা হামেশাই দেখা যায়। যুবাদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এতে অনেক সময় তাঁরা যেমন বিপদে পড়েন, তেমনই তাঁদের কারণে অন্যান্যরাও সমস্যায় পড়েন। প্রাণহানির নজিরও রয়েছে। ফলে পুজোর মধ্যে পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। সেই ঘটনা এড়াতেই পুলিস তৎপর হয়েছে। এর পাশাপাশি পুজো মণ্ডপেও থাকবে বাড়তি নজরদারি। মহিলাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক পুলিস কর্তা বলেন, জেলার তিনটি শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও পিঙ্ক মোবাইল ভ্যান টহল দেবে। বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, মেয়েদের হস্টেল, উদ্যান সহ নানা জায়গায় ওই ভ্যান টহল দেবে। পিঙ্ক ভ্যানের মহিলা পুলিস থাকবে। প্রয়োজনে উইনার্স টিমের সদস্যরাও পিঙ্ক ভ্যানকে সাহায্য করবে। সারা বছর ধরেই জেলা পুলিসের এই বিশেষ দল মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিনরাত কাজ করবে। - নিজস্ব চিত্র