কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
দেখা যাচ্ছে নাবালকরা দু’ লক্ষ টাকারও বেশি দামের বাইক নিয়ে দাপাচ্ছে শহরজুড়ে। রাত বাড়লেই কাটোয়া, দাঁইহাট শহর, এসটিকেকে রোডে রেস চলছে বাইকের। মডিফায়েড সাইলেন্সার দিয়ে তীব্র আওয়াজ তুলে ছুটছে বাকি। তা মোবাইলে রেকর্ড করে ভিডিও বানানো হচ্ছে। বাইকের দাপাদাপিতে অতিষ্ঠ বাসিন্দারা। তীব্র আওয়াজে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। বৃহস্পতিবার রাতে কাটোয়া, দাঁইহাট শহরজুড়ে অভিযান চালিয়ে এমনই ১৩ জন বাইক রাইডারকে আটক করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে বেশির ভাগেরই লাইসেন্স নেই। তাদের অভিভাবকদের ডাকা হয়েছে৷ কাটোয়া ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী নিজে রাতভর অভিযান চালিয়ে ইউটিবারদের পাকড়াও করেন। তিনি জানান, অভিভাবকদের আগে বোঝাতে হবে।
বাইকের দাপাদাপি থেকে পরিত্রাণ চাইছেন শহরবাসী। কাটোয়া শহরে কয়েক মাস ধরে দ্রুতগতিতে বাইক ছোটানোর অভিযোগে জরিমানা করা হচ্ছে। গ্রেপ্তারও করা হচ্ছে মদ্যপ বাইক রাইডারদের। তবুও থামছে না দাপট। রাত বাড়লেই বর্ধমান রোড, কাছারি রোড, স্টেশন রোড, পানুহাট রোড সহ কাটোয়ার বিভিন্ন রাস্তাতে এমন ইউটিউবার বাইক রাইডারদের দেখা মিলবে। পথচলতি মানুষ থেকে অন্যান্য গাড়ি চালকরাও স্টান্টবাজিতে আতঙ্কে রয়েছেন। পুজোর মুখে স্টান্টবাজি থামাতে শহরের বিভিন্ন রাস্তায় ওত পেতে থাকছে পুলিস। বাইকারদের ধরে জরিমানা আদায়ের পাশাপাশি গ্রেপ্তারও করা হচ্ছে। আরও জানা গিয়েছে, সিগন্যাল না মানা, মদ্যপ অবস্থায় বাইক চালানো, বেপরোয়া গতিতে বাইক চালানর অভিযোগে বহু মামলা রুজু করা হয়েছে।