প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
দেবাংশু এদিন প্রচারের সময় সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারীকে ‘ডুমুরের ফুল’ বলে কটাক্ষ করে একহাত নিয়েছেন। তিনি বলেন, হলদিয়া-তমলুকে যিনি সাংসদ ছিলেন, তিনি তো ২০২০ সাল থেকেই বিজেপির সঙ্গে। দেবাংশুর প্রশ্ন, দিব্যেন্দু কতবার হলদিয়ার সমস্যা নিয়ে সংসদে কথা বলেছেন? হলদিয়া বন্দরের নাব্যতা সমস্যা নিয়ে তিনি কী আদৌ সংসদে আওয়াজ তুলেছেন? হলদিয়া বন্দরের উন্নতি না হওয়ায় ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে, জাহাজের যাতায়াতে সমস্যা হচ্ছে।
এদিন শ্রমিকদের সভায় দেবাংশু বলেন, সাংসদ হতে পারলে আমার প্রথম কাজ হবে হলদিয়া বন্দরের নাব্যতা সমস্যা সমাধানে ক্যাপিটাল ড্রেজিংয়ে জোর দেওয়া। মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে এবিষয়ে জানালেও ওরা কর্ণপাত করেনি। এখানকার সাংসদ, বিধায়করাও এবিষয়ে সরব হননি। গত একদশকে কেন্দ্রের বিজেপি সরকার হলদিয়ার জন্য কিছুই করেনি। দেবাংশু এদিন বিভিন্ন কারখানায় ঘুরে দাবি করেন, হলদিয়ায় এখন শ্রমিকরা বিজেপি বিরোধী। কারণ বিরোধী দলনেতা হলদিয়ায় যে অত্যাচারের পরিবেশ তৈরি করেছিলেন, তার ফল ভুগতে হচ্ছে শ্রমিক-কর্মচারীদের। কারখানার ঠিকা শ্রমিকরা সেকথা এখনও ভুলতে পারেননি। শ্রমিকদের অভিযোগ, এক একটি কারখানায় জোর করে একসময় পাঁচ বছরের বেতন চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের কোনও বক্তব্য শোনা হয়নি। হলদিয়ার একটি বেসরকারি ব্যাটারি কারখানায় কর্তৃপক্ষের তুঘলকি আচরণ নিয়ে সরব হয়েছেন শ্রমিকরা। সেখানে স্থায়ী ঠিকা শ্রমিকদের সরকার নির্ধারিত অনুপাত মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ। শ্রমিকদের ‘হায়ার অ্যান্ড ফায়ার’ নীতি প্রয়োগের ভয় দেখানো হচ্ছে।
হলদিয়াজুড়ে কারখানা কর্তৃপক্ষের জোর করে চাপিয়ে দেওয়া বিভিন্ন বিষয় নিয়ে এদিন দেবাংশুর কাছে অভিযোগ করেন শ্রমিকরা। কোনও কারখানায় সেফটি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। ঠিকা শ্রমিকরা ডিউটি সহ একাধিক সুযোগ সুবিধে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। শ্রমিকদের বক্তব্য, কারখানাগুলিতে নেতৃত্বের অভাব রয়েছে, ফলে সমস্যার কথা জানানোর প্ল্যাটফর্ম নেই। দেবাংশু এদিন দাবি করেন, হলদিয়ায় শ্রমিকরা বিজেপির বিরুদ্ধে রয়েছেন। লোকসভা ভোটে ব্যালটে তার প্রমাণ মিলবে। হলদিয়া থেকে লিড পাবে তৃণমূল।
এদিন দেবাংশু সকাল ৮টায় হলদিয়া পেট্রকেমের গেটে শ্রমিকদের সঙ্গে মিলিত হন। কারখানার গেটে হাসিমুখে তিনি শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন। শ্রমিকরা পাল্টা হাত তুলে তৃণমূল প্রার্থীকে অভিনন্দন জানান। এরপর আদানি ওয়ান ভোজ্যতেল কারখানার ভিতরে শ্রমিকদের কর্মস্থলে সরাসরি পৌঁছে তাঁদের আশীর্বাদ চেয়ে নেন। এরপর আইওসি, বন্দর, হিন্দুস্তান ইউনিলিভার, পাতিখালি হনুমান মন্দির এলাকায় বিভিন্ন কারখানা শ্রমিকের জমায়েত এবং মঞ্জুশ্রীতে টোটোচালক ও হকারদের সঙ্গে মিলিত হয়ে সরাসরি তাঁদের দাবিদাওয়ার কথা শোনেন দেবাংশু।
বুধবার হলদিয়ায় কারখানার গেটে প্রচারের ফাঁকে চা খাচ্ছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নিজস্ব চিত্র