হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
খগেন রায়ের ভাইপো ছোটন রায়ের অভিযোগ, “বিজেপির পঞ্চায়েত সদস্য একটি বারের জন্য আমাদের খোঁজখবর নেয়নি। রেশন ছাড়া আমরা আর কোনও সরকারি সুযোগ সুবিধাও পাই না।”
উল্লেখ্য, ময়নাগুড়িতে খগেন রায় নামে এক ব্যক্তির শারীরিক অবস্থা শোচনীয়। এই খবর পেয়ে রবিবার তাঁর বাড়িতে পৌঁছয় বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বর, ময়নাগুড়ির এক নম্বর ব্লক সভাপতি তৃণমূলের মনোজ রায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
সরকারি সুবিধা পাওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু হতে চলেছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। অন্যদিকে মনোজ রায় জানিয়েছেন, “আপাতত আমরা একটি অস্থায়ী ঘর করে দেব।” এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য বিশেশ্বর রায়।