হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
জলপাইগুড়িতে পাহাড়পুরের কাছে ৩১ডি জাতীয় সড়কের ধারে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো তৈরির কাজ শেষের মুখে। এদিন ওই কাজ খতিয়ে দেখতে আসেন বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার। সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মাণে যে সমস্ত দপ্তর সেখানে কাজ করছে, তাদের আধিকারিকদের সঙ্গেও এদিন কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন বিচারপতিরা। বেঞ্চ চালু হয়ে যাওয়ার পর জল, বিদ্যুৎ সহ নানা বিষয়ে যদি কখনও সমস্যা দেখা দেয়, কীভাবে দ্রুত তা সমাধান করা যাবে, সেসব নিয়ে আলোচনা হয় এদিন। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিচারপতি শম্পা সরকার বলেন, কাজ ঠিকমতোই এগচ্ছে। আমরা আশা করছি, ঠিকভাবেই সবটা শেষ হবে। দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে আধুনিক পরিকাঠামোর সবটাই থাকবে এখানে।