হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
২৩ জানুয়ারি ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয়কে। ফুলবাড়ির আমাইদিঘি থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। যারমধ্যে একজনের নাম আতাউর রহমান। সে বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। অপরজন আতাউরের আত্মীয় ফেরদৌস আলম। ফেরদৌসের বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। ধৃতদের জেরা করে জানা যায়, হলদিবাড়ির বিপুল অধিকারী আতাউরকে সীমান্ত দিয়ে টাকার বিনিময়ে অনুপ্রবেশ করিয়েছিল। এরপর থেকে পুলিস বিপুলের খোঁজ শুরু করে। তবে ঘটনার পর থেকেই চম্পট দেয় বিপুল। দীর্ঘ প্রায় একমাস তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিস। এর আগে আর কতজন বাংলাদেশি বাসিন্দাকে সে টাকার বিনিময়ে এপারে নিয়ে এসেছে, তা জানতে তদন্ত করছে পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি পশ্চিম বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা ঘটনার তদন্ত করে দেখছি।