হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
রপ্তানির জন্য নিয়ে যাওয়া বোল্ডার বোঝাই ট্রাক সীমান্ত ফিরিয়ে আনার কথা স্বীকার করে নিয়েছেন চ্যাংরাবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা। তাঁর বক্তব্য, বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে আলোচনা করেই এদিন এপারের ব্যবসায়ীদের তরফে বোল্ডার পাঠানোর জন্য টেন্ডার করে ট্রাক সীমান্তের সার্ক রোডে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে ওপারের আমদানিকারকরাই বোল্ডার পাঠাতে না করেন। তাই ট্রাক ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। ওপারে অশান্তির খবর কানে এসেছে। তবে যেহেতু এটা ওপারের বিষয়, তাই এনিয়ে আমাদের পক্ষে বেশি কিছু বলা সম্ভব নয়।
এদিকে, শুক্রবার রাত থেকেই বাংলাদেশের কিছু মানুষের সামাজিক মাধ্যমের পোস্ট ভাইরাল। যে পোস্টে বোল্ডার আমদানি-রপ্তানিতে সিন্ডিকেট, চাঁদাবাজি, কমিশন ইত্যাদি লেখা রয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এপারেও।
এদিন ভারত থেকে মাত্র এক ট্রাক এবং ভুটান থেকে ১৬ ট্রাক পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের বিএসএফ কর্তারা অবশ্য জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সীমান্তে নিরাপত্তার কোনও খামতি নেই।