সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সংযোগ দেওয়ার এক বছর পর সরবরাহ শুরু হলেও ট্যাপ কল থেকে জল ঠিকভাবে পড়ছে না। নলকূপের জল পান করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। জল জীবন মিশন প্রকল্পে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামে তৈরি করা হয়েছে ট্যাঙ্ক। বৈরাট, কোলহা, খোকড়া, নাজিরপুর ও ডাঙ্গি এবং হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিমলা, সন্তোষপুর, গোলার মোড় ও কুশলপুর গ্রামে জল সরবরাহের জন্য পাইপ বসানো হয়েছে। বাড়ি বাড়ি ট্যাপ কলের সংযোগ দেওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে জল সরবরাহ। অভিযোগ, নিচু এলাকার কয়েকটি ট্যাপ কলে সামান্য জল পড়লেও বাকিগুলিতে আসে না। ২০২৪ সালে পাম্প অপারেটর নিয়োগ হয়েছে। কিন্তু ভাল্ব অপারেটর নেই। বিতোল গ্রামের বাসিন্দা মহম্মদ ইব্রাহিম বলেন, বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার পর একবছর হয়ে গিয়েছে। এখন ফোঁটা ফোঁটা জল পড়ছে। ফোন করে কয়েকবার অভিযোগ করলেও সমাধান হয়নি।
চাঁচল মহকুমা পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, প্রকল্পটি এখনও ঠিকভাবে চালু হয়নি। কাজ চলছে। সোমবার থেকে জল ছাড়া হয়েছে। পাইপের জয়েন্টে লিক করছে। সেগুলো সারানোর কাজ হচ্ছে। মার্চ মাসের মধ্যে ভাল্ব অপারেটর নিয়োগ করে সমাধান করা হবে। নিজস্ব চিত্র