মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
স্থানীয়দের দাবি, এলাকায় উঁচুনিচু জমি সমতল করতে মাটি কেটে ডাম্পারে করে নিয়ে যাওয়ার কাজ চলছে কিছুদিন। গ্রামের সরু রাস্তা দিয়ে ডাম্পার চলার ফলে সাধারণ মানুষ যাতায়াত করতে সমস্যায় পড়ছেন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি রাস্তা ভেঙে গিয়েছে অনেক জায়গায়।
আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে যেতে গিয়ে ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রী সাইকেল থেকে পড়ে আহত হয়। অবিলম্বে ডাম্পার চলাচল বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। প্রশাসন আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এলাকার এক ছাত্রী মাম্পি খাতুন বলে, আমরা এই রাস্তা দিয়ে ডাম্পার চলাচল করতে দেব না। আমাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। ডাম্পারগুলি সাইড দেয় না বলে আমরা যেতে পারি না।
স্থানীয় বাপ্পা মণ্ডলের কথায়, প্রতিদিন ডাম্পারগুলি চলাচল করায় সরু রাস্তা খারাপ হয়ে পড়ছে। তাই আমরা ডাম্পার চালাতে দেব না। প্রতিবাদে আজকে স্থানীয়রা পথ অবরোধ করেছেন। তপন থানার পুলিস জানিয়েছে, শুধুমাত্র মাটি বোঝাই ডাম্পারগুলি আটকে রাখা হয়েছিল। অবরোধকারীদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র