বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
আগামী ৭ জানুয়ারি জেলার একমাত্র আউটডোর স্টেডিয়াম হিসেবে উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকছে বিশেষ চমক। টাউন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইএফএ’র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি। তবে মূল স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা ছাড়াও থাকবেন বর্তমান, প্রাক্তন খেলোয়াড়রা। স্টেডিয়ামকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব টাউন ক্লাবে। মাঠের সামনেই উন্মোচিত হবে ফুটবলার গোষ্ঠ পালের মূর্তি। উদ্বোধনকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। খেলাধুলোর জন্য টাউন ক্লাবের ময়দান খুলে দেওয়া হবে। যাকে কেন্দ্র করে খুশি ফালাকাটার ক্রীড়াপ্রেমীরা।
টাউন ক্লাব সূত্রে জানা গিয়েছে, ফালাকাটার প্রয়াত বিধায়ক অনিল অধিকারীর সময় টাউন ক্লাবের মাঠে স্টেডিয়াম তৈরির জন্য উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। স্টেডিয়াম তৈরির জন্য দপ্তর প্রায় ছ’কোটি টাকা বরাদ্দও করে। এর পর ২০১৯ সালে টাউন ক্লাবের মাঠে খেলাধুলো প্রসারের লক্ষ্যে অত্যাধুনিক স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়। ওই সময় মোট দু’টি ভাগে ভাগ করে স্টেডিয়াম বানানোর কাজ শুরু করা হয়। পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় আরও ৩০ লক্ষ টাকার টেন্ডার করে। তার কিছুদিন পর ফের জেলার একমাত্র আউটডোর স্টেডিয়ামের জন্য ১ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়। এবার পুরো কাজ শেষ হওয়া তা আগামী মঙ্গলবার উদ্বোধন করা হচ্ছে।
টাউন ক্লাবের সম্পাদক নিতাই সেন বলেন, কয়েকটি ধাপে স্টেডিয়ামটি বানিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এর জন্য ৭ কোটি টাকার উপরে খরচ হল। ৭ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন। ওইদিন থেকেই মাঠে ফুটবল, ক্রিকেট সহ সব ধরনের খেলা শুরু হবে। কোচ রুহুল আমিন বলেন, জেলার মধ্যে প্রথম আমাদের টাউন ক্লাবেই আউটডোর স্টেডিয়াম চালু হতে চলছে। এই স্টেডিয়ামে আগামী দিনে জাতীয়স্তরের খেলার আসর বসাতে আমরা চেষ্টা চালাব। নিজস্ব চিত্র।