বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
এক সময় মাদারিহাটের ভুটান সীমান্তে চা বাগান অধ্যুষিত মাকরাপাড়া, লঙ্কাপাড়া, হান্টাপাড়া, গ্যারগেন্দা, ধুমচিপাড়া বা রামঝোরার মতো এলাকাগুলি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। লঙ্কাপাড়া ও মাকরাপাড়ায় দুষ্কৃতীরা প্রকাশ্য দিনের বেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডলোমাইটের লরি থেকে তোলা আদায় করত। তার জন্য লঙ্কাপাড়ায় বাধ্য হয়ে পুলিস ক্যাম্পও চালু করতে হয়েছিল জেলা পুলিসকে। পুলিসের কড়া নজরদারি ও টহলদারিতে সে সব এখন রাতারাতি উধাও। অপরাধের বাড়বাড়ন্তে রাশ টানতে জেলা পুলিস চালু করেছে ফ্রি কোচিং সেন্টার। এখন তারই সুফল মিলছে। জেলা পুলিসের দু’টি কোচিং সেন্টারের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বীরপাড়ার শিক্ষক মদন সরকার। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, আমরা চাই চা বাগানের পড়ুয়ারা আরও বেশি করে কোচিং সেন্টারে আসুক।