বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
এই সমস্ত রোগীদের থার্ড জেনারেশন ওষুধ প্রয়োগ করা হবে। শুধু টিবি রোগীর বিশেষ চিকিৎসার ব্যবস্থাই নয় কোচবিহার মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেল্থ ল্যাবরেটরি ও এমজেএন বিল্ডিংয়ের উল্টো দিকে গড়ে ওঠা কোভিড ভবনও ফেব্রুয়ারি মাসের মধ্যে চালু হয়ে যাবে। ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেল্থ ল্যাবরেটরি চালু হলে গোটা জেলার বিভিন্ন প্রান্তে থাকা ল্যাবরেটরি থেকে প্রয়োজন অনুসারে রক্ত সহ অন্যান্য পরীক্ষার জন্য নমুনা এখানে পাঠানো সম্ভব হবে। এতে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা আরও উন্নত হবে।
এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল বলেন, টিবির বিশেষ চিকিৎসার জন্য আমরা এখানে রোগী ভর্তির ব্যবস্থা করতে পেরেছি। মাল্টি ড্রাগ রেজিস্টান্স টিউবারকিউলিসিসের চিকিৎসা হবে এখানে। জীবনদায়ী যেসমস্ত ওষুধ এদের ক্ষেত্রে কাজে আসছে না তাঁদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমরা মাস দু’য়েকের মধ্যে ইন্টিগ্রেটেড পাবলিক হেল্থ ল্যাবরেটরি ও কোভিড হাসপাতালে আউটডোর ও কয়েকটি ইউনিটও করব। এছাড়াও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান চালানো হবে। যাতে এখানে একটা সুন্দর সুস্থ পরিবেশ গড়ে ওঠে। এই বিষয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গেও কথা হয়েছে আমাদের।
কোচবিহার মেডিক্যালের আউটডোরে সোম থেকে শনিবার প্রতিদিন হাজার তিনেক রোগী চিকিৎসা করাতে আসেন। কোচবিহার ছাড়াও নিম্নঅসম ও আলিপুরদুয়ার জেলা থেকে বহু রোগী চিকিৎসার জন্য আসেন। প্রচুর ভিড়ের কারণে রোগীদের সমস্যা হয়। সেই কারণেই নবনির্মিত কোভিড ভবন বিভিন্ন ইউনিটে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সেখানে শীঘ্রই আউটডোর চালু করা হবে।