পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
বর্ষবরণ নিয়ে সোমবার বৈঠক করেন পুলিস কমিশনারেটের অফিসাররা। পরে শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, বর্ষবরণের রাত নির্বিঘ্নে কাটাতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তায় একাধিক টিম নামানোর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে, শপিংমলের কাছে নাকা চেকিং চলবে। পিনকিন স্পট, বাসস্ট্যান্ড, বাজার, রেল স্টেশন, শপিংমল প্রভৃতি এলাকাতেও চলবে নজরদারি।
আজ, মঙ্গলবার ২০২৪ সালের শেষদিন। মধ্যরাতে সূচনা হবে ২০২৫ সালের। তাই বর্ষবরণের উৎসব নিয়ে ক’দিন ধরেই প্রস্তুত হচ্ছে শিলিগুড়ি। ইতিমধ্যে শহরের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তের শপিংমল, বার, পাব, রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন ক্লাব সাজিয়ে তোলা হয়েছে। কিছু জায়গায় রাতভর অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাচ, গানের সঙ্গে কেক কেটে, বাজি ফাটিয়ে নতুন বর্ষকে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে। পাড়ায় পাড়ায় চলছে পিকনিকের প্রস্তুতি। এরবাইরে ‘চিকেন নেক’-এ ছড়িয়ে রয়েছে অসংখ্য পার্ক, গার্ডেন, জ্যু, চা বাগান, জঙ্গল ঘেরা পিকনিক স্পষ্ট। সংশ্লিষ্ট এলাকাগুলিতেও আমজনতার ঢল নামবে বলেই প্রত্যাশা।
এমন আবহে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার টার্গেট বাংলাদেশি জঙ্গিদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, পুলিস কমিশনার সি সুধাকরের নেতৃত্বে বেশকিছু টিম গড়া হয়েছে। যারমধ্যে অ্যান্টি সাবতাজ টিম অন্যতম। মেটাল ডিটেক্টর, স্নিফারডগ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট টিম। এই টিমে ডিসিপি পদমর্যাদের একজন অফিসার রয়েছেন। একইসঙ্গে রেল স্টেশন, বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজারে সাদা পোশাকের পুলিস ঘুরছে। সন্দেহজনক কিছু দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনারেটের কন্ট্রোল রুমে রয়েছে সিসি ক্যামেরার মনিটর। তাতে সর্বক্ষণ নজরদারি চালাচ্ছেন একগুচ্ছ অফিসার।
এরবাইরে বাইক বাহিনীর দাপট, অপ্রকৃতিস্থদের বেলেল্লাপনা, ইভটিজিং, চুরি, ছিনতাই প্রভৃতি রুখতেও নামানো হচ্ছে আরও ১৯টি টিম। শহরের দার্জিলিং মোড়, সিটি সেন্টার, মহত্মাগান্ধী মোড় সহ গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নাকা তল্লাশি চলবে। ড্রাঙ্ক ড্রাইভিং রুখতে ব্রেথ এনালাইজার দিয়ে বাইক সহ যানবাহনের চালকদের পরীক্ষা করা হচ্ছে। এছাড়া পিঙ্ক ভ্যান, উইনার্স টিম, বাইক পেট্রোলিং টিম, কিউআরটি টিম নামানো হচ্ছে। আজ দুপুরে বিভিন্ন পার্ক ও পিকনিক স্পটে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হবে।