পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
প্রসঙ্গত, মাথাভাঙা মহকুমার একাধিক নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘদিনের। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অভিযান চালানোর পর কয়েকদিন বন্ধ থাকে। আবারও সক্রিয়ে হয় বালি মাফিয়ারা।
সম্প্রতি রাতের বেলায়ও অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়ি আটক করেছিলেন ভূমিদপ্তরের আধিকারিকরা। তারপরও বালি চুরির কারবার বন্ধ হয়নি।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বর্মন বলেন, বেশ কয়েক বছর আগে এখানে বালি খাদানের অনুমতি বাতিল হয়েছে। তারপর বেআইনিভাবে বালি তোলার একটি চক্র গড়ে উঠেছে। দিনের পর দিন অবৈধভাবে বালি তোলা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অনেকবার আমি নিজে এনিয়ে অভিযোগ জানিয়েছি। সেতুর খুব কাছ থেকে বালি তোলার ফলে সেতুটির ক্ষতিরও আশঙ্কা রয়েছে।
এব্যাপারে মাথাভাঙা-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আধিকারিক সত্য দাস বলেন, ওই জায়গাটি নিয়ে সমস্যা রয়েছে। নদীর একদিক শীতলকুচি এলাকায় পড়েছে, অপরদিকটি আমাদের এলাকা। আর এর সুযোগ নিয়ে বালি তুলছে বেশকিছু লোক। আমরা আগেও অভিযান চালিয়েছি। আবারও অভিযান চালানো হবে।