পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
সুস্থির হাট সংলগ্ন এলাকায় নবাব আলি এবং রজব আলি, এই দুই ভাইয়ের বাড়িতে আগুন লাগে। প্রথমে নবাব আগুন দেখতে পান। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তিনি চিৎকার জুড়ে দেন। একই উঠোনে থাকা তাঁর ভাই রজব আলির বাড়িতেও আগুন লেগে যায়। দুই ভাই ক্ষুদ্র ব্যবসায়ী। বাড়ির আসবাব থেকে শুরু করে ব্যবসার সামগ্রী পড়ে যায়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের কিছুই আর অক্ষত থাকেনি। রজব আলির রান্নাঘর কোনওভাবে রক্ষা পেয়েছে।
সোমবার প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রান্নার সামগ্রী, কাপড় সহ হাঁড়ি, কড়াই দেওয়া হয়। বাড়িতে থাকা একাদশ শ্রেণির দুই পড়ুয়ার সমস্ত বই পুড়ে যায়। স্থানীয় রামমোহন রায় ফ্যান ক্লাব তাদের নতুন বই দিয়েছে। এছাড়াও প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা খুরশিদ আলম বলেন, আমাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। প্রথমে আগুন লাগার সময় মিটারবক্স জ্বলছিল। দুটি পরিবার নিঃস্ব হয়ে গেল। আর এক ক্ষতিগ্রস্ত নবাব আলি বলেন, আমি প্রথম আগুন দেখতে পাই। কিন্তু কিছুই রক্ষা করতে পারলাম না।
আইসি বলেন, ব্লক প্রশাসন এবং পুলিস গিয়ে দুই পরিবারকে সহযোগিতা করেছে। প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।