যে কোনও উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলতে চেষ্টা করুন। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মে উন্নতির ... বিশদ
রাস্তা নিয়ে তৃণমূল এবং বিজেপির তর্জা শুরু হলেও সাধারণ মানুষ উন্নয়নের দাবি তুলেছেন। লেবু বাগানের বাসিন্দা অমল পালের কথায়, শহরের মধ্যে সবচেয়ে অবহেলিত আমাদের ওয়ার্ড। এখানে অনেক গলির রাস্তা মাটির। পুরসভা এলাকায় থেকেও এমন দশা হলে ক্ষোভ হওয়া স্বাভাবিক।
রাস্তা বেহালের বিষয়টি স্বীকার করে নিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ হালদার।।তাঁর কথায়, আমাদের এলাকায় রাস্তার অবস্থা ভালো নয়। তবে এর কারণ বিজেপি। এই ওয়ার্ডে কয়েক দশক তাদের জনপ্রতিনিধিরা ছিলেন। তাঁরা কাজ করলে এমন দশা হতো না। সব কাজ একবারে হয় না। ধাপে ধাপে করার পরিকল্পনা রয়েছে।
উত্তর মালদহের যুব মোর্চা সাধারণ সম্পাদক তথা স্থানীয় বিজেপি নেতা সুমন্ত দাসের পাল্টা যুক্তি, ১৯ নম্বর ওয়ার্ডের ৭০ শতাংশ রাস্তা বেহাল। গত সাত বছর তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন। এই কয়েক বছরে সাতটা রাস্তাও তাঁরা করেনি। স্থানীয় বিধায়কের তহবিল থেকে রাস্তার কাজ হয়েছে। ওই ওয়ার্ডকে কেউ গুরুত্ব দেয় না। নিজস্ব চিত্র।