চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেরং সেতু, খুঁজালুগছ সেতু, চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের উদরাইল এলাকায় তিস্তাখাল সেতু, হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ফল সেতুতে পথবাতি নেই। সদর চোপড়ায় জাতীয় সড়কে ডক নদীর উপরের সেতু থেকে জাতীয় সড়কের ওভারব্রিজ, কালাগছ, তিনমাইল ও সোনাপুর এলাকায় ওভারব্রিজেও পথবাতি নেই। আগেও সেতুগুলিতে আলোর দাবি তুলেছিলেন স্থানীয়রা। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ করেনি।
দাসপাড়ার বাসিন্দা রাজু সিংহের কথায়, রাতে আলো না থাকায় সাইকেল আরোহী, পথচারীদের চলতে অসুবিধা হয়। সেতুগুলি অন্ধকারে ঢেকে থাকে। একই বক্তব্য কালাগছের বাসিন্দা রাকেশ রায়েরও। তাঁর প্রশ্ন, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু বানানো হলেও আলোর ব্যবস্থা নেই কেন? রাতে চলাফেরা করতে ভীষণ সমস্যা হয়। শীঘ্রই সেতুগুলিতে পথবাতির দাবি তুলেছেন স্থানীয়রা।