চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
ভোটপট্টিতে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বুধবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঝামেলা, গাড়ি ভাঙচুরে ৪৫০ জনের নামে মামলা হয়। এদের মধ্যে কুড়ি জন গ্রেপ্তার হয়েছে। শ্লীলতাহানিকাণ্ডে এক যুবককে গ্রেপ্তার হয়েছে। কিশোরীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ ছিল। ঘটনার পর থেকে প্রচুর দোকান বন্ধ ছিল। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এলাকা স্বাভাবিক ছন্দে ফিরুক, চাইছে প্রশাসনও। সে কারণেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সঙ্গে শনিবার আলোচনা হয়।
খুশিরঞ্জন মল্লিক, নরেশ সরকার নামে গ্রামবাসী বলেন, এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে প্রশাসন রয়েছে এলাকায়। অনেক গৃহ শিক্ষক পড়াতে আসছেন না। কিছু দোকানের কর্মচারীরাও আসছেন না। এলাকায় যেন আতঙ্ক না থাকে সেটা প্রশাসনের পক্ষ থেকে বলা হল। আতঙ্ক কাটাতে একটু সময় লাগবে। আমাদের বিশ্বাস, শীঘ্রই সকলে আতঙ্কমুক্ত হবেন।
জেলা পুলিস সুপার খন্ডবাহালে উমেশ গণপত বলেন, এলাকার মানুষজনের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রশাসন পাশে রয়েছে সেটা জানানো হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। গুজবে কান দেবেন না।