চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
সাদিপুরের বাসিন্দা মহম্মদ জাহাঙ্গির জানান, গ্ৰামে প্রায় ১ বিঘা খাসজমি পড়ে রয়েছে। এলাকার মানুষ সেই জমিতে গোরু, ছাগল বেঁধে রাখেন। মাটি মাফিয়াদের নজরে পড়েছে সেই সরকারি জমি। দিনেই আর্থমুভার দিয়ে গর্ত করে মাটি নিয়ে চলে যাচ্ছে মাফিয়ারা।
মহম্মদ জাহাঙ্গিরের কথায়, মাফিয়াদের দৌরাত্ম্যে প্রথমে ভয়ে কিছু বলতে চাননি গ্রামের মানুষ। পরে প্রতিবাদ করলে উল্টে গ্রামের মানুষকেই হুমকি দেয় মাফিয়ারা। মাটি পাচার রুখতে গ্রামের মানুষ ভূমিদপ্তরের দ্বারস্থ হয়েছেন। নিজস্ব চিত্র