কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময়ে একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে পৌঁছয়। অভিযোগ, তারা বলপূর্বক মেয়েটিকে মোটরসাইকেলে বসিয়ে দ্রুত গতিতে সেখান থেকে চম্পট দেয়। দুই যুবকের মাথাতেই হেলমেট ছিল বলে জানা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই চমকে যান। এরপরই স্থানীয়রা চিৎকার শুরু করে। বাইকটির পিছনে মেয়েটির মাসি সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা ধাওয়া করেন। কিন্তু কোনও মতে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। তার গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পুলিস জানিয়েছে, বাইকটিতে কোনও নম্বর প্লেট ছিল না। তবে অপহরণকারীদের এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস। বাংলা-বিহার সীমান্তে জোরদার করা হয়েছে সমস্ত নাকা চেকিং।