কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, এলাকা থেকে তিনটি পাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। ড্রোন দিয়ে দেখা হয়েছে কোথায় কোথায় পোস্ত চাষ চলছিল। প্রায় দু’শো বিঘা জমিতে এই চাষ শুরু করা হয়েছে। পুলিসের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়েছে। যদিও এ ব্যাপারে গ্রামবাসীরা কেউই মুখ খুলতে চাননি। পুলিসের অনুমান, গ্রামের বাইরের লোকেরা এই চাষের সঙ্গে যুক্ত।
চলতি বছর এখনও পর্যন্ত কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার বিভিন্ন এলাকায় মোট ৪০ বিঘা জমিতে চাষ করা পপি চারা নষ্ট করা হয়েছে। জেলার ১৩টি থানার মধ্যে সাতটি থানা এলাকায় চলতি বছর সাড়ে সাত হাজার বিঘার জমিতে চাষ করা গাঁজা গাছ উপড়ে ফেলা হয়েছে।
কোচবিহার-১ ব্লকের মাঘপালা সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় গাঁজা চাষের প্রবণতা দীর্ঘদিনের। কিন্তু অবৈধ পপি চাষ তোর্সার পাড়ে এতদিন সেভাবে চোখে পড়েনি। এবার তা নজরে এসেছে। পুলিসের অনুমান তোর্সার অপর পারে পপি চাষে বাধা পেয়েই এবার এপারের চর এলাকা বেছে নিয়েছে অসাধু লোকজন। যদিও পুলিস এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বলে জানিয়েছে।
(চলছে অভিযান।- নিজস্ব চিত্র)